Red Crescent
Photo


রেড ক্রিসেন্ট কার্যক্রম
মোজাম্মেল হক
সভ্যতার ক্রান্তিলগ্ন থেকে কোনো প্রকার ভেদাভেদ ছাড়া যুদ্ধক্ষেত্রে আহতদের সাহায্যের উদ্দেশ্যে সৃষ্ট ‘আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট’ আন্দোলন বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী, সদস্য এবং কর্মী একটি মানবিক আন্দোলন যা মানুষের জীবনে এবং স্বাস্থ্য রক্ষা সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল 'আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট'। প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। তিনি ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের জেনেভায় ‘আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেন। এর ধারাবাহিকতায় ১৯৭৩ সালের ৩১ মার্চ ’বাংলাদেশে রেড ক্রিসেন্ট’ সোসাইটি সূচনা হয়। যা একই বছরে ২০ সেপ্টেম্বর তারিখে আন্তর্জাতিক রেডক্রসের স্বীকৃতি পায়। ২ নভেম্বর ১৯৭৩ সালে এই সোসাইটি রেড ক্রস ও রেড ক্রিসেন্টের আন্তজাতিক সংস্থার অন্তর্ভুক্ত হয়। ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যস্ত ও স্বজনহারা মানুষদের সহায়তায় বিশাল আকারে উদ্ধার কাজ শুরু করে, ২০১৮ সালের ২৮ মার্চ থেকে কাজেম আলী স্কুল এন্ড কলেজে নিয়মিতভাবে রেড ক্রিসেন্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছেন সহকারী শিক্ষক মোজাম্মেল হক।

কাজেম আলী স্কুল এন্ড কলেজের কার্যক্রম :

                                                                             * রক্তদান কর্মসূচি
                                                                             * প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান
                                                                             * শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ
                                                                             * পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
                                                                             * ঘূর্ণিঝড়, ভূমিকম্প, পাহাড়-ধস ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতা বৃদ্ধি