Co-Ordinator
Photo

                                         কো-অর্ডিনেটর এর বাণী

সুশিক্ষা বা Quality Education নিশ্চিত করার লক্ষ্যে "জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১: প্রাক-প্রাথমিক পর্যায় থেকে দ্বাদশ শ্রেণি" এর আলোকে নতুন জাতীয় শিক্ষাক্রম ২০২২ কার্যকর শুরু হয়েছে ২০২৩ সালে থেকে। নতুন জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত দেশ প্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা। শেখ-ই-চাঁটগাম কাজেম আলী মাস্টারের হাতে গড়া চট্টগ্রামে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজেম আলী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের নিয়ে উৎপাদনমুখী ও অভিযোজনে সক্ষম একটি সমাজ বির্নিমাণে কাজ করে চলেছে। ২০১২ সালে কলেজ শাখা শুরু হলে ছাত্র শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডি এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় এক দশকের পথ চলায় কলেজ শাখাটি একটি সফল সংযোজন হিসেবে প্রমাণিত হয়েছে।

স্বাধীন বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরেপেক্ষতা এই প্রেরণায় গঠিত আমাদের অতীত এবং বর্তমান শিক্ষাক্রম সমূহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্রমান্বয়ে যুগোপযোগী করতে সাহায্য করেছে। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব আমাদের এক পরিবর্তিত বিশ্বের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হয়ে নতুন নতুন পেশার সৃষ্টি হয়েছে এবং হবে। তাই আমাদের ঐকান্তিক প্রচেষ্টা হলো স্কুল এবং কলেজের শিক্ষার্থীরাও যেন পরবর্তিত এই বিশ্বের সাথে তাল মিলাতে পারে এবং দেশের টেকসই উন্নয়নে সহযোগিতা করতে পারে।

গত এক দশকে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা শেষ করে কর্ম জীবনে সফলভাবে পদার্পন করেছে যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।


        জনাব কৃষ্ণা দত্ত
       কো-অর্ডিনেটর
কাজেম আলী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।