Co-Ordinator
Photo

          আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে

শিক্ষা মানুষকে ন্যায় অন্যায়, সত্য-অসত্য, ভাল-মন্দ জানতে সহায়তা করে এবং সে সঙ্গে কর্তব্য জ্ঞান, শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, সহমর্মিতা, সহনশীলতা ইত্যাদি গুণের-অধিকারী করে গড়ে তুলতে সাহায্য করে। তথ্য প্রযুক্তির এই বিশ্বে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আগামী প্রজন্মকে আত্মনির্ভরশীল, দক্ষ, নৈতিক গুণে সমৃদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষার মধ্য দিয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে কাজেম আলী স্কুলটি ২০১২ সালে কলেজে রূপান্তরিত হয়। এই মহান কাজে নিয়োজিত সম্মানিত সকল শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অত্র প্রতিষ্ঠানটি পর পর দু’বার থানা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে এবং একই সাথে ২০১৯ একাডেমিক বৎসরে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে জনাব মো: গিয়াস উদ্দিন (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন। সাফল্যের সিঁড়ি বেয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান একদিন চট্টগ্রামের শ্রেষ্ঠ ও স্বপ্নের বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করবে। প্রতিষ্ঠানটির এই অগ্রযাত্রায় আনন্দের প্রাপ্তি যেন শুধু তৃপ্তির স্থবিরতায় না ভরিয়ে কর্মচাঞ্চল্যের অনুপ্রেরণা যোগায়। আগামী এক বছরের জন্য কলেজের একাডেমিক কর্মকাণ্ডের বিবরণ এই শিক্ষা পঞ্জিতে দেওয়া আছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছেছে। কাজেম আলী স্কুল এন্ড কলেজ ভবিষ্যতে শিক্ষানুরাগী সকল শ্রেণি পেশার                                                                                        মানুষের আন্তরিক প্রচেষ্ঠার মধ্য দিয়ে একটি যুগোপযোগী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ।
 

আকতার হোসেন
কো-অর্ডিনেটর (কলেজ শাখা)
কাজেম আলী স্কুল এন্ড কলেজ