Message_GB
Photo

"The civilization runs of education" শিক্ষার মাধ্যমেই সভ্যতার উন্নয়ন সম্ভব। অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত সমাজকে একটু আলোর মুখ দেখাতে পারে একমাত্র সুশিক্ষা। সঠিক শিক্ষায় শিক্ষিত জাতি পুরো পৃথিবীকে করতলে করায়ত্ত করতে পারে। এ অমোঘ সত্য উপলব্দি করছিলেন শেখ-ই-চাটগাঁম মরহুম কাজেম আলী মাষ্টার ১৩৫ বছর আগে। যাঁর ঐকান্তিক ও নিরলস চেষ্টার ফসল বর্তমানের কাজেম আলী স্কুল এন্ড কলেজ। ২০১২ সালে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে কলেজ শাখার। নি:সন্দেহে এটি কাজেম আলী স্কুল এন্ড কলেজের জন্য একটি নতুন মাইল ফলক। তবে ঘুনে ধরা এ সমাজে নৈতিকতার অধ:পতনের কারণে যে করাল থাবা পুরো দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রভাব ফেলেছে; তাকে নির্মূল করে ‘মানবিক ও নৈতিক’ নতুন প্রজন্ম তৈরির নিমিত্তে বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে যেমনি দৃঢ় প্রতিজ্ঞ, তেমনি নৈতিক ও মানবিক পূর্ণজাগরণের মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণে বর্তমান পরিচালনা কমিটিও বদ্ধ পরিকর। তবে এই লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সদিচ্ছা ও ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতায় অত্র প্র্রতিষ্ঠান বর্তমান শতাব্দীর ব্যতিক্রমী ও সেরা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ইন্শাআল্লাহ।



আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ

               সভাপতি

 কাজেম আলী স্কুল এন্ড কলেজ