বন্দর নগরী আর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চন্দনপুরা মৌজায়, মোল্লা মিসকিন শাহ মাজারের সামনে পাহাড়ের কুল ঘেষে, সদর রাস্তার পার্শ্বে সম্পূর্ণ এক মনোরম পরিবেশে কাজেম আলী স্কুল এন্ড কলেজের অবস্থান। চট্টগ্রাম কলেজ, হাজী মুঃ মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের, ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গুলজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঝখানে শিক্ষা জোন খ্যাত শিক্ষার নির্মল পরিবেশে আধুনিক অবকাঠামো, নজরকাড়া ক্যাম্পাস নিয়ে স্বগৌরবে, স্বমহিমায় মাথা উঁচু করে দাড়িয়ে আছে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি।
যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে, আধুনিক শিক্ষায় যখন মুসলমান সমাজ পিছিয়ে, বাঙালি জাতীয়তাবোধ যখন চেতনায় উদ্ভাসিত, স্বাধীকার আন্দোলনে জাতি যখন সোচ্চার ঠিক তখনই জাতির কান্ডারী হয়ে আন্দোলন আর বিপ্লবের মশাল নিয়ে ১৮৮৫ সালে “মিডল ইংলিশ স্কুল” নাম নিয়ে বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয়। প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের এতদঞ্চলের অনেক জ্ঞানী গুণি ব্যক্তি অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। কথিত আছে মালয়েশিয়ার প্রতীথযশা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পূর্ব পুরুষ এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।
শেখ-ই-চাটগাঁম কাজেম আলী মাস্টার ১৮৮৫ সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরধা, সমাজ সংস্কারক, সৃজনশীল মননের অধিকারী, বিশিষ্ট রাজনীতিবিদ, অখন্ড ভারতীয় অংগ্রেসের বলিষ্ট পার্লামেন্টেরিয়ান, শক্তিশালী নেতৃত্বের অধিকারী, বিশিষ্ট শিক্ষা সংগঠক, তেজোদীপ্ত সিংহ পুরুষ, জাতির কর্ণধার, শিক্ষার পৃষ্ঠপোষক কাজেম আলী মাষ্টার ১৮৮৫ সালে অত্র স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে, লড়াই করে, ত্যাগ স্বীকার করে, অনেক চড়াই-উৎরাই অতিক্রম করে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে স্কুলটি টিকিয়ে রাখতে সক্ষম হন। স্কুল প্রতিষ্ঠায় তাঁর অবদান আর ত্যাগ জাতি আজ শ্রদ্ধাভরে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
জন্ম : ১১ই আগস্ট ১৮৫২.
মৃত্যু : ১২ই ফেব্রুয়ারি ১৯২৬.
উইকিপিডিয়া লিঙ্ক:- http://surl.li/elbkb